ভয় মোরা পাবো না
ধেয়ে যে আসছে করোনা
ঘর থেকে বের হবো না।
বিশেষ কারণে যদি-
বাহিরে যাই
দূরত্ব রাখিব বজায়
করোনা যেন হয়-
বিরক্ত বেজায়।
মহামারী হত্যাকারী
তবু তাকে ভয় না করি
এই যে করোনার বংশ
খুব সহজে হয় ধ্বংস,
তবুও প্রতিরোধ করি
হাতে হাত না ধরি।
খাট, খাটাল আর শৌচাগার
সব রাখিব পরিষ্কার
করোনা হবে বহিষ্কার।
প্রতিরোধ করোনার প্রতিকার
সাবানে যে আছে ক্ষার
হাত ধুবো বার বার।
করোনার যে বিস্তার
বিধি মেনে চলিলে,
তবে পাবো নিস্তার।
স্বাস্থ্যবিধি আর রাষ্ট্রবিধি
পালন করিব ধর্মবিধি,
সব বিধি মানিব সৈনিকের মতন
পৃথিবীতে হবে করোনার পতন।
একসাথে মোরা গাইব গান
করোনার বিরুদ্ধে -স্লোগান,
পরিশেষে করি প্রার্থনা
বিশে^ আর যেন করোনা,
কিছুই করিতে পারে না।
Leave a Reply