স্টাফ রিপোর্টার
টাংগাইল জেলার একমাত্র ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন “টাংগাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব” (TEC)-এর বার্ষিক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই মার্চ ২০২৫ ইং, টাংগাইল শহরের ঘাড়িন্দা বাইপাসস্থ চিকলী রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়।
বার্ষিক আলোচনা সভা ও ওয়েবসাইট উদ্বোধন
অনুষ্ঠানে বার্ষিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি মো: ওমর ফারুক। এসময় তিনি সংগঠনের আনুষ্ঠানিক ওয়েবসাইট উদ্বোধন করেন। আলোচনার অংশ হিসেবে সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।
সংগঠনের জন্য বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ পরিচালনা পরিষদের সদস্য নাজমুল হাসান নাহিদ ও কার্যকরী কমিটির শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ শফিকুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম জিন্না ঘোষণা দেন যে, চলতি মাসের মধ্যেই স্থায়ী সদস্যদের তালিকা প্রকাশ করা হবে। এছাড়া, আগামী মাসের শুরু থেকে টাংগাইল জেলার সকল টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হবে। যারা কমিটিতে যুক্ত হতে ইচ্ছুক, তারা সংগঠনের ফেসবুক গ্রুপ অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
কার্যকরী পরিষদের সম্মানিত সভাপতি মো: কামরুল ইসলাম প্রেস মিটিং-এ সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, সংগঠনটি রাজনৈতিক মুক্ত পেশাজীবী সংগঠন হিসেবে ইঞ্জিনিয়ারদের সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে কাজ করবে।
ইফতার মাহফিল ও সমাপ্তি অনুষ্ঠানের শেষ অংশে এক হৃদয়গ্রাহী ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে জনাব নাজমুল হাসান নাহিদ দোয়া পরিচালনা করেন এবং এর মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন: পরিচালনা পরিষদের সভাপতি জনাব মো: ওমর ফারুক,পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব নাজমুল হাসান নাহিদ, কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি জনাব মো: কামরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম জিন্না, অর্থ সম্পাদক জনাব মনিরুজ্জামান, সাবেক পরিচালনা পরিষদের সদস্যগণ: জনাব মেহেদী হাসান শিকদার, মোতাহের হোসেন, শাহরিয়ার পারভেজ, আসিব সাকিব, মো: লিমন, ১২টি উপজেলার “উপজেলা প্রতিনিধি”, কার্যকরী কমিটির শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সম্পাদক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, বেশকিছু নতুন সদস্য ও সংবাদকর্মী বন্ধুরা
সভাপতির বক্তব্য বলেন,মো: ওমর ফারুক বলেন, “টাংগাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব (TEC) আজ যে উচ্চতায় পৌঁছেছে, তা সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে সংগঠনটিকে আরও সুসংগঠিত করতে আমরা কাজ করে যাব। এটি টাংগাইল জেলার ইঞ্জিনিয়ারদের জন্য একমাত্র পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন, যেখানে জেলার যেকোনো ইঞ্জিনিয়ার যুক্ত হতে পারবেন।”
তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য হলো— সকল ইঞ্জিনিয়ারকে একত্রিত করে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা, যেখানে একে অপরকে পেশাগত সহায়তা দেওয়া যাবে। চাকরির সুযোগ তৈরি করা, প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা আমাদের অন্যতম লক্ষ্য।”
এই সফল আয়োজনের মাধ্যমে “টাংগাইল ইঞ্জিনিয়ার্স ক্লাব” (TEC) নতুন উদ্যোমে আগামী দিনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সংগঠনের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, ভবিষ্যতে এটি আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করবে।