স্টাফ রিপোর্টার
সুয়াইরা আক্তার, জন্মগতভাবেই তার হার্টে ছিদ্র। বর্তমান বয়স তিন বছর তিন মাস। সে টাঙ্গাইলের মির্জাপুর বাজারের ফুটপাতে পন্য বিক্রেতা শফিকুল ইসলামের মেয়ে।
শফিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত তিনি নিজের উপার্জনে মেয়ের চিকিৎসা সাধ্যমত চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সুয়াইরার অস্ত্রোপচার দরকার। এ জন্য প্রয়োজন কয়েক লাখ টাকা, যা তাঁর একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
এমন অবস্থায় সুয়াইরার পিতা চিকিৎসা সহায়তার জন্য সমাজের হৃদয়বান মানুষের কাছে আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মোঃ শফিকুল ইসলাম, হিসাব নম্বর- ০২০০০২২৩২৩৪৭৭, অগ্রণী ব্যাংক, মির্জাপুর শাখা, টাঙ্গাইল। এ ছাড়া সাহায্য পাঠানো যাবে ০১৭৪৩৪৬০৬৫৪ (বিকাশ ও নগদ পার্সোনাল)।