শাহ্ সৈকত মুন্না
মুজিব বর্ষ ও প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্ম দিন উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস ফারজানা রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন, মির্জাপুর সরকারী কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. শহীদুল্লাহ, প্রাণী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাহাদত হোসেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এস. এম নুরুল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক মো. জামিল হোসেন এবং রাষ্ট্র বিজ্ঞান প্রভাষক মো. ছানোয়ার হোসেনসহ শিক্ষক কর্মচারীগন উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন, দোয়া মাহফিলের ও কলেজ পরিদর্শনের পর প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার মানউন্নয়নে শিক্ষকদের নিয়ে শিক্ষক মিলনায়তনে এক মতবিনিময় সভা করেন।
মতবিনময় সভায় মির্জাপুর সরকারি কলেজের লাইব্রেরীতে একটি মুজিব কর্নার নির্মানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply