স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির (২০২৩-২০২৪) দুই বছরের জন্য নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক এবং মোহনা টেলিভিশনের সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির মো. নাজমুল ইসলাম। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। মীর আনোয়ার হোসেন টুটুলের সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পেশ করেন নাজমুল ইসলাম। রিপোর্টার্স ইউনিটির সার্বিক উন্নয়ন এবং নতুন কমিটি গঠন নিয়ে সদস্যগন একে একে তাদের বক্তব্য পেশ করেন। পরে সকল সদস্যদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্ধিতায় তাদের নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি মো. খায়রুল করিম পাপন (ভোরের ডাক), যুগ্ম সম্পাদক হোসনী জুবাইরী (সম্পাদক সাপ্তাহিক বারবেলা, মাসিক চন্দ্র বিন্দু ও দৈনিক নিউজ ডট), সাংগঠনিক সম্পাদক শাহ সৈকত মুন্না (দৈনিক খোলা কাগজ ও দৈনিক অধিকার), কোষাধ্যক্ষ ডি এম শামীম সুমন (দৈনিক নয়াদিগন্ত), দপ্তর সম্পাদক উত্তম বণিক (পাক্ষিক নতুন প্রহর), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোশারফ হোসেন (মাইটিভি), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক (বিজয় টিভি ও দৈনিক কালবেলা), কার্যনির্বাহী সদস্য শাহ বজলুর রশিদ বিজু (দৈনিক পত্রিকা), মো. রায়হান সরকার রবিন (দি বাংলাদেশ টুডে ও সম্পাদক মির্জাপুর প্রতিদিন), মো. সাজ্জাত হোসেন (দৈনিক যুগান্তর), রাহুল রায় (চ্যানেল আই), মো. সাদিকুল ইসলাম সজিব (দৈনিক ঢাকা প্রতিদিন), সদস্যরা হলেন, মো. রেজাউল করিম শিপন (দি ফিনান্সিয়াল এক্্রপ্রেস), মো. শামীম আল মামুন চৌধুরী ইমরান (দৈনিক বাংলা বাজার), মীর্জা নুরুল হুদা আদিপ (দৈনিক বর্তমান বাংলা) এবং মো. সাদ্দাম হোসেন (দৈনিক আজকের টেলিগ্রাম)।
এদিকে নব গঠিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।