1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুর পৌরসভা নির্বাচন সালমা আক্তার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত - mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে সুরে সুরে দর্শক মাতালেন সুর সম্রাট মশিউর রহমান মির্জাপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌর প্রশাসক মির্জাপুরে আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর গজব পড়েছে আ.লীগের উপর: সাবেক এমপি কালাম মির্জাপুরে স্কাউটস নির্বাচনে ভোটে সহিনুর, ফরহাদ ও সেলিম বিজয়ী মির্জাপুরে ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন মির্জাপুরে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা মির্জাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলেন ইউএনও মির্জাপুরে আ.লীগের উন্নয়ন কাজের ফলক ভাঙার চেষ্টায় গণপিটুনি মির্জাপুরে আধিপত্য কেন্দ্রিক হামলা-পাল্টা হামলায় আতঙ্ক

মির্জাপুর পৌরসভা নির্বাচন সালমা আক্তার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত

  • আপডেট টাইম : Tuesday, September 22, 2020
  • 1981 বার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সালমা আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিণী।
আজ মঙ্গলবার সকাল দশটায় রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার এ. এইচ. এম কামরুল হাসান সালমা আক্তারকে মেয়র নির্বাচিত ঘোষণা করেন।

মির্জাপুর পৌরসভার নব নির্বাচিত মেয়রের পক্ষে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে চিঠি গ্রহণ করছেন উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন ও উপজেলা স্বেচ্ছাসেবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর মির্জাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন সচিবালয়। তফসিল ঘোষনার পর ৮ সেপ্টেম্বর স্থানীয় আওয়ামী লীগ দলের সাতজন সম্ভাব্য প্রার্থী নিয়ে জরুরী সভা করে। সভায় সর্বসম্মতিক্রমে প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সহধর্মিণী সালমা আক্তার শিমুলকে দলের একক প্রার্থী হিসেবে মনোনিত করে কেন্দ্রে সুপারিশ করা হয়। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে শিমুল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় পর্যন্ত সালমা আক্তার ছাড়া আওয়ামী লীগ বা অন্য কোন দলের কেউ মনোনয়নপত্র জমা দেননি।
একক প্রার্থী হিসেবে ১৪ সেপ্টেম্বর সালমা আক্তারের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
২১ সেপ্টেম্বর প্রত্যাহারের শেষ দিনেও প্রার্থীতা প্রত্যাহার না করায় আজ মঙ্গলবার সকাল দশটায় রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার এ. এইচ. এম কামরুল হাসান সালমা আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জাপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত ঘোষনা করেন।
উল্লেখ, গত ১১ ফেব্রুয়ারী মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন অসুস্থ্য হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে ১ মার্চ মেয়র পদটি শুন্য ঘোষনা করে স্থানীয় সরকার বিভাগ।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার এ. এইচ. এম কামরুল হাসান বলেন, আমরা সবার সহযোগীতায় সুষ্ঠু ও সুন্দর ভাবে কাজ শেষ করতে পেরেছি। মির্জাপুর পৌরসভার মেয়র পদ শূণ্য আসনে উপনির্বাচন-২০২০ উপলক্ষে বৈধভাবে মনোনীত প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহরের শেষ দিন উর্ত্তীর্ণ হওয়ার পর মির্জাপুর পৌরসভার মেয়র প্রার্থী সালমা আক্তার ব্যতীত অন্য কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হিসেবে ঘোষনা করা হয়েছে।
এদিকে সালমা আক্তার শিমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জাপুর পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মোশারফ হোসেন মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com