মির্জাপুর প্রতিদিন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় পদোন্নতি পেয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোঃ আবুল হাসানাত আকন। গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এ মির্জাপুর পৌরসভায় যোগদান করেন তিনি। এর আগে গত ১ ডিসেম্বর (বুধবার) হিসাবরক্ষক থেকে পদোন্নতি দিয়ে তাকে মির্জাপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে পদায়ন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিকম ও উত্তরা ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা বরিশাল। তিনি ২০০৩ সালে মির্জাপুর পৌরসভায় হিসাবরক্ষক পদে যোগ দেন।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.