মির্জাপুর প্রতিদিন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার প্রয়াত মেয়র ও মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাহাদৎ হোসেন সুমন এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বন্ধু একতা সংঘের আয়োজনে উয়ার্শী ইউনিয়নের মসদই বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমন এর সহধর্মিনী মির্জাপুর পৌরসভার বর্তমান মেয়র সালমা আক্তার শিমুল।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে বন্ধু একতা সংঘের সভাপতি মোঃ রিয়াদ লস্কর এর সভাপতিত্বে ও উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহীদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সহ- সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, উয়ার্শী আওয়ামীলীগের সভাপতি ফরহাদ আলী খান শাহীন, সাধারন সম্পাদক আওলাদ হোসেন, উয়ার্শী ইউনিয়নের যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাইদুর রহমান সুফল, উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, সহ সভাপতি শেখ রাসেল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক জিহাদ হাসান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াকিল আহমেদ ও মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ মোবারক হোসেন, উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান সুমন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, আদর খান, উয়ার্শী ইউনিয়ন ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ সোহেল খান, বন্ধু একতা সংঘের সাধারন সম্পাদক আলামীন খান, রাজীব খান, স্বাধীন খান, সুজন মিয়া, জহিরুল ইসলাম, মীর কামাল, মিরাজ খান, দিপু, রাসেল, জামাল ও আইয়ুব মিয়াসহ সংগঠনের সদস্যবৃন্দ।
দোয়া পরিচালনা করেন, মসদই জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মতিয়ার রহমান।
Leave a Reply