মির্জাপুর প্রতিদিন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে পুরাতন বাসস্টান্ডের যানজট নিরসনে উপজেলা প্রশাসন প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নেয় পৌর কর্তৃপক্ষ, সড়ক ও জনপদের কর্মকর্তা, বাস মালিক সমিতি, টেম্পু মালিক সমিতি ও রিক্সা শ্রমিক সমিতির সদস্যরা। আলোচনা শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক বলেন, পুরাতন বাসস্ট্যান্ড যাতে যানজট মুক্ত থাকে সে ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তার দুই পাশে যে দোকানপাট আছে তা অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে।
Signs of Joint Effusion Swelling in dogs may include priligy kaufen