শাহ্ সৈকত মুন্না, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৪ প্রবাসী। যাদের সবাই পুরুষ। আজ বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কোয়ারেন্টোইনে থাকা এই সংখ্যাটি টাঙ্গাইল জেলার অন্যান্য উপজেলার তুলনায় সর্বোচ্চ সংখ্যক বলে তারা জানিয়েছে। তবে তারা আরো জানান এখানকার কেউই করোনায় আক্রান্ত না।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাকছুদা খানম জানান, মার্চ মাসের শুরু থেকে বিদেশ ফেরত ৬৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ১৯ তারিখে অধিকাংশের ১৪ দিন পূর্ন হবে। আমরা মাঠকমি তাদের বাড়ি বাড়ি পাঠিয়ে খোজ নিচ্ছি এবং প্রতিদিন একবার হলেও তাদের সাথে মুঠোফোনে কথা বলছি। তবে স্বস্তির বিষয় হোম কোয়ারেন্টাইনে থাকা কেউই কোভিট ১৯ বা করোনাতে আক্রান্ত নন। আশেপাশের মানুয় যাতে চিন্তিুত না হয় সেবিবেচনা করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের স্বাস্থের খবর সবসমই রাখা হচ্ছে।
বিদেশ ফেরতদের কোন তালিকা তাদের কাছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি, প্রাতিষ্ঠানিকভাবে কোন তালিকা তারা সরকার থেকে না পেলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়োজিত সবাই বিদেশ ফেরতদের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, জনসাধারণকে সচেতন করতে আমরা লিফলেট বিতরণ করবো। এই ভাইরাসটি থেকে মুক্তি পাওয়ার একটাই পথ বার বার সাবান পানি দিয়ে হাত ধুয়া। করোনা বিষয়ে বৃহস্পতিবার মিটিং ডাকা হয়েছে সেখান থেকে আলোচনার ভিত্তিতে আরো নতুন কিছু পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply