মির্জাপুর প্রতিদিন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে সামাজিক নিরাপত্তা কার্যক্রম জি২পি পদ্ধতিতে বাস্তবায়ন সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাহআলম, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান খান, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ খায়রুল ইসলাম।
Leave a Reply