সাদিকুল ইসলাম:
সামাজিক দুরত্ব বজায় রেখে টাঙ্গাইলের মির্জাপুরে বাজার বসছে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। করোনা ভাইরাস সংক্রন প্রতিরোধের জন্য আজ মঙ্গলবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোডের উত্তর পাশে ও কলেজ রোডের দক্ষিন পাশে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সু-শৃঙ্খল ও সারিবদ্ধ ভাবে দোকানপাট বসছে। ক্রেতা ও বিক্রেতাগন প্রশাসনের নির্দেশে সু-শৃঙ্খল পরিবেশে কেনাকাট করছেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, সারা দেশে করোনা ভাইরাস সংক্রমন ছড়িয়ে পরেছে। মির্জাপুর উপজেলায় এ পর্যন্ত এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাকে রাজধানী ঢাকা বাংলাদেশ-কুয়েত মৈত্র সরকারী হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। সংক্রমন প্রতিরোধে উপজেলা প্রশাাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী জনগনকে সচেতন করতে দিনরাত মাঠে কাজ করে যাচ্ছেন। করোনা ভাইরাসের মত বিস্তার যাতে ছড়াতে না পারে এ জন্য উপজেলা সদরের কাঁচা বাজার মুল বাজারে না রেখে খোলা মেলা পরিবেশে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। এখানে কাঁচা তরকারী, সবজি, মাছ, মাংস, দুধ, ডিমসহ সকল প্রকার জিনিস পাওয়া যাচ্ছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যুবায়ের হোসেন বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
Vaccinet är endast förebyggande och ger inget skydd mot pågående infektion med HPV 16 eller 18 cronadyn vs priligy Uetzmann L, et al