মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে ভেকু মেশিন (মাটি কাটার মেশিন) উল্টে হাসান শেখ (২২) নামে ভেকু চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটায় আইবিএল নামক ইটভাটায় এ ঘটনা ঘটে।নিহত চালক হাসান শেখ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়া গ্রামের আনোয়ার শেখের ছেলে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রাত সাড়ে দশটার দিকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধার কিছু আগে পাশ্ববর্তী বাসাইল উপজেলার সিঙ্গারডাক গ্রামের নান্নু মিয়া ঢাকার আমিন বাজার থেকে ভেকু মেশিনটি ক্রয় করে টেইলারে পাথরঘাটায় ইব্রাহীম খানের ইটভাটায় নিয়ে আসে। টেইলার থেকে ভেকু মেশিনটি আনলুড করার সময় অসাবধান বসত ভেকুটি উল্টে যায়। এসময় চালক হাসান শেখ লাফিয়ে আত্মরক্ষার চেষ্টা করলেও সে ভেকুর নীচে চাপা পড়ে।
খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান খানের নেতৃত্ব পুলিশ গিয়ে অপর একটি ভেকুর সাহায্যে উল্টে যাওয়া ভেকু সরিয়ে হাসানের মরদেহ উদ্ধার করে।
মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply