মো. জোবায়ের হোসেন
‘ বড় স্যার গাড়িতে বসে আছেন। আপনার এখানে আসলে কমপক্ষে ১০-২০ হাজার টাকা জরিমানা করবেন। এই চাইতে ভাল আপনি স্যারকে খুশি করার জন্য কিছু টাকা দেন কোন সমস্যা হবেনা।’ এভাবেই নিজেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোক বলে পরিচয় দিয়ে এক মিষ্টির দোকানদারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছিলেন এক প্রতারক। কিন্তু অবশেষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন এর কাছে ধরা পরেন তিনি।
সোমবার (৭ই ফেব্রুয়ারি) দুপুরে মির্জাপুর বাইপাস এলাকার মা মিষ্টান্ন ভাণ্ডার নামক একটি মিষ্টির দোকানে এই ঘটনা ঘটে। দোকান মালিক কৃষ্ণ চন্দ্র ঘোষের বিচক্ষণতায় ধরা পরেন ওই প্রতারক।
আটককৃত ওই ব্যক্তির নাম অসীম সরকার (৪২)। তিনি নাটোর সদর উপজেলার বড় হরিশপুর গ্রামের অজয় সরকারের ছেলে বলে জানা গেছে। করোনাকালে চাকরি হারিয়ে তিনি এই পথ বেছে নিয়েছেন বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।
কৃষ্ণ চন্দ্র ঘোষ বলেন, এর আগেও কয়েকবার ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কয়েকজন টাকা নিয়ে গেছে। তাই এবার একটু সতর্ক ছিলাম। তার কথাবার্তাও সন্দেহজনক ছিল। আমি কৌশলে তাকে অন্য দোকান ঘুরে আসতে বলে পুলিশ ও প্রশাসনকে বিষয়টা জানাই। পরে তারা এসে ওই প্রতারককে আটক করে নিয়ে যায়।
মির্জাপুর থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত অসীম সরকার সব স্বীকার করেছেন। তার বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?