মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন। জ্বালানি তৈল, পরিবহন ভাড়া, দ্রব্য মূল্যের বৃদ্ধি এবং ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল- সমাবেশের আয়োজন করা হয় বলে জানা গেছে।
বুধবার (২৪ আগস্ট) মির্জাপুর বাইপাস এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল মির্জাপুর পৌরসভা এলাকার বিভিন্ন রাস্তা পদক্ষীন করে। তবে বিক্ষোভ মিছিলটি পৌরশহরে প্রবেশকালে পুলিশি বাধার সম্মুক্ষীণ হলেও জনস্রোতে সেই বাধা টিকতে পারেনি।
এই আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, পুলিশ আমাদের মাইক কেড়ে নিয়েছে তবুও হাজার হাজার জনতা আজকের এই বিক্ষোভ মিছিল-সমাবেশ সফল করেছে। আজকের এই বিক্ষোভে শুধু বিএনপি নয় সাধারণ মানুষও অংশ নিয়েছিলো বলে তিনি উল্লেখ করেন।