শাহ সৈকত মুন্না
টাঙ্গাইলের মির্জাপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। মির্জাপুর উপজেলার ৭ ইাউনিয়ন ১ পৌরসভা নিয়ে দল গঠন করা হয়েছে। মির্জাপুর পৌরসভা, বহুরিয়া, উয়ার্শী, ভাদগ্রাম, লতিফপুর, বাশতৈল, আনাইতারা, তরফপুর আটটি দলে ভাগ হয়ে উক্ত খেলায় অংশ গ্রহণ করবে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলার উদ্বোধন করেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিজাউল হক, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়হিদ ইকবাল প্রমুখ।
প্রথম খেলায় পৌরসভা একাদশ ২-০ গলে বহুরিয়া একাদশ পরাজিত করে।
Leave a Reply