স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল চারটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি এসএম মোজাহিদুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।
উদ্বোধনী দিনে ৪ দলের ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে উয়ার্শী ইউনিয়ন বনাম ভাওড়া ইউনিয়ন দল অংশ নেয়। এতে উয়ার্শী ইউনিয়ন পরিষদ ১-০ গোলে ভাওড়া ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে।
দ্বিতীয় ম্যাচে বাঁশতৈল ইউনিয়ন বনাম লতিফপুর ইউনিয়ন অংশ নেয়। এতে লতিফপুর ইউনিয়ন ১-০ গোলে বাঁশতৈল ইউনিয়ন দলকে পরাজিত করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট নবু ও সহকারী রেফারির দায়িত্ব পালন করেন সৈয়দ বেল্লাল ও মো. মমিন। ধারাভাষ্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান বাবুল (কবি)।
উল্লেখ্য, ১ম রাউন্ডের ৮ ম্যাচে পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের মোট ১৬ দল অংশ নেবে। নকআউট পর্বের এ খেলায় ৯-১২তম আসরে কোয়ার্টার ফাইনাল খেলবে বিজয়ী ৮ দল। এখান থেকে বিজয়ী ৪ দল সেমিফাইনালে অংশ নেবে। সবশেষ ১৫তম আসরে আগামী ১৭ জুন ৪টায় ফাইনাল ম্যাচে ১৩তম ও ১৪তম বিজয়ী দলের অংশগ্রহণের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের এ ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি হবে। পরবর্তীতে ফাইনালে বিজয়ী দল খেলবে জেলা পর্যায়ে।