মোঃ সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুলের উদ্যোগে পৌর শহরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
আজ দুপুরে পৌর শহরে নিজেই ঘুরে ঘুরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মাস্ক ও হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, আমিরুল কাদের লাবন, মহিলা কাউন্সিলর চন্দনা দে প্রমুখ।
পৌর মেয়র সালমা আক্তার শিমুল বলেন, সম্প্রতি সারা বিশ্ববাসী করোনাভাইরাস আতঙ্কে ভুগছে। পৌরবাসী আতঙ্কিত না হয়ে সাবান দিয়ে বার বার হাত ধোয়া, গণসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করে করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব তাই নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply