মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
বিএনপির চলমান আন্দোলন কর্মসূচীতে ভূমিকা না রাখার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার স্থলে পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আজম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিটি ৬ ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রঘোষিত চলমান আন্দোলন কর্মসূচীতে কোন ধরনের ভূমিকা না রাখায় টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর পৌরসভা বিএনপির সভাপতি হযরত আলী মিঞার পরিবর্তে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামান শাহিনের মাধ্যমে দলের এই সিদ্ধান্তের বিষয়টি অবগত হয়েছেন জানিয়ে আলী আজম সিদ্দিকী বলেন, দলের এই সংকটময় সময়ে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে নেতাকর্মীদের সাথে নিয়ে সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো।
তবে এ বিষয়ে হয়রত আলী মিঞার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।