শাহ্ সৈকত মুন্না
মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নকে তথা কথিত ধলেশ্বরী উপজেলারসঙ্গে যুক্ত করার প্রতিবাদে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (১২ অক্টোবর) সর্বদলীয় সংগ্রাম কমিটির ঘণ্টা ব্যাপি অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাস স্টেশন এলাকায় এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যানবাহনে আটকে থাকা যাত্রীরা।

বানাইল ও আনাইতারা এই দুই ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ মিছিল ও ব্যানার ফেস্টুন নিয়ে মহাসড়ক অবরোধ করলে ঘন্টা ব্যাপি যানজটে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অবরোধ ও মানব বন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা ঘোষনা দিয়েছেন আগামী ১২ কর্ম দিবসের মধ্যে প্রস্তাবিত ধলেশ^রী নামে তথাকথিত উপজেলার কার্যক্রম বাতিল ঘোষনা করা না হলে আরো কঠোর কর্মসুচী দেওয়া হবে।

মানব বন্ধন কর্মসুচীতে আনাইতারা ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ও বানাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেন অভিযোগ করেন, ধলেশ্বরী নামে প্রস্তাবিত উপজেলা গঠন করার লক্ষে দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ও লাউহাটি, নাগরপুর উপজেলার মোকনা ও পাকুটিয়া এবং মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা এই ৬ ইউনিয়নকে সংযুক্ত করার ষড়যন্ত্র চলছে। একটি কুচক্রী মহল ফেইকবুকে (সামাজিক যোগাযোগ মাধ্যমে) বানাইল ও আনাইতারা ইউনিয়নকে মির্জাপুর উপজেলা থেকে বাদ দিয়ে প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলার সঙ্গে সংযুক্ত করা হচ্ছে বলে প্রচারনা চালাচ্ছেন।

সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক খন্দকার আব্বাস বিন হাকিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি কমরেড গোলাম নওজব চৌধুরী পাওয়ার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো. তৌহিদুর রহমান তালুকদার রাজিব, বিআরডিবির চেয়ারম্যার জহিরুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এস.এম মোজাহিদুর ইসলাম মনির, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট মো. আনিছুর রহমান হুমায়ুন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, মানব বন্ধন কর্মসুচী শান্তিপুর্ন ভাবে শেষ হয়েছে। মহাসড়কের দুই পাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিয়োজিত ছিল।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো.শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
উল্লেখ্য যে, টাঙ্গাইল জেলায় ধলেশ্বরী নামে নতুন একটি উপজেলা করার চেষ্টা চলছে। মির্জাপুর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলা থেকে দুটি করে ইউনিয়ন কেটে নিয়ে প্রস্তাব করা হয়েছে কথিত ধলেশ্বরী উপজেলার। এ সংক্রান্ত সরকারি কোন ঘোষণা আসেনি। তবে জানা গেছে, প্রস্তাবটি বাস্তবায়নে জোর তদবির করছে একটি মহল। ব্যাপক কথা চালাচালি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ৬টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলার কথা চলছে সেসব ইউনিয়নের মানুষ ফুঁসে উঠছেন। ফেটে পড়ছেন ক্ষোভে।
Electrolyte disturbances can predispose a patient to serious cardiac arrhythmias buy priligy dapoxetine online 03 ADME Research, USCD pKa 5
Danny IoJaUoMePKexKH 6 18 2022 priligy 30 mg
como conseguir cytotec en chicago Detailed information related to Austell Diclofenac Sodium Injection s uses, composition, dosage, side effects and reviews is listed below
JAK1 activation leads to the phosphorylation of VAV protein, which subsequently activates the downstream regulator Rac1 to phosphorylate and activate the MAPKkinase kinase MAPKKK how much is clomid in pharmacy Long term outcomes of adult survivors of childhood cancer