স্টাফ রিপোর্টার
আগামী ৯ নভেম্বর রোজ বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০ টা ৩০মিনিটে উদ্বোধন ও র্যালি, দুপুর ১২টায় তাৎক্ষণিক বিজ্ঞান বিষয়ক উন্মুক্ত কুইজ, বিকাল ৩টায় শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল ৪ টা ৪৫মিনিটে পুরস্কার বিতরণী ও সন্ধ্যা ৬টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান জানান, দিনব্যাপী তাৎক্ষণিক কুইজ, উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন, সরকারের বিভিন্ন দপ্তরের ডিজিটাল সেবা প্রদান ও প্রদর্শন, উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রখ্যাত সঙ্গীতশিল্পী মুনিয়া মুন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।
আরো জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করবেন মাননীয় জাতীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।