হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
মির্জাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলামা বিভাগের প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল আটটায় মির্জাপুর পৌরসদরের আল ইমাম ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ।
মাওলানা কাজী হায়দার আলী মৃধার সভাপতিত্বে ও মাওলানা হাফিজুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুল্যাহ তালুকদার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, সেক্রেটারি মাওলানা মুফতি আবুল কাশেম মৃধা। জেলা আমীর আহসান হাবিব মাসুদ বলেন, আগামী নির্বাচনে আলেম উলামাদেরকে ইসলামী সমাজ ব্যবস্থার পক্ষে দেশে মানুষের কাছে জামায়াতের দাওয়াত পৌছে দিতে হবে। উলামাদের দাওয়াতি কাজের মাধ্যমেই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইন্শাআল্লাহ। এসময় তিনি উলামা নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
#