মো. জোবায়ের হোসেন
তফসিল ঘোষণা হয়েছে। আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার নির্বাচন। এমনটাই জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা উম্মে তানিয়া।
ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকা প্রতিক প্রত্যাশি প্রার্থীদের মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী আমেজ। আওয়ামালীগের মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী একদিকে যেমন নৌকা প্রতিকের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি কেউ কেউ বিগত সময়ে করোনা, বন্যাসহ নানা ইস্যুতে ছুটে গিয়েছেন পৌর জনসাধারণের কাছে।
দলীয় প্রার্থী ঠিক করতে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক তৎপরতাও শুরু হয়ে গেছে। গত ৮ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগের কাছে নৌকা প্রতিক প্রত্যাশি ৬ প্রার্থীর নাম পাঠানো হয় বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরিফ মাহমুদ। এরপর ৯ ডিসেম্বর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় ৬ জনের নামই কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান।
জেলা আওয়ামীলীগ থেকে কেন্দ্রীয় আওয়ামীলীগে যাদের নাম পাঠানো হয়েছে তারা হলেন, মির্জাপুর পৌরসভার বর্তমান মেয়র ও মির্জাপুর পৌর আওয়ামী লীগের সহ-সম্পাদিকা সালমা আক্তার, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন মনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, মির্জাপুর পৌর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান শহিদ এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজী আবুল হোসেন।
প্রসঙ্গত, নৌকার মনোনয়ন প্রত্যাশী সালমা আক্তারের স্বামী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন সুমনের মৃত্যুর পর উপ-নির্বাচনে গত ২২ সেপ্টেম্বর তিনি বিনা প্রতিদ্ব›িদ্বতায় মেয়র নির্বাচিত হন।
অপরদিকে প্রার্থী নিয়ে বিএনপির সিদ্ধান্ত এখনো চুড়ান্ত হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহি কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, আমরা আমাদের দলীয় প্রার্থী হিসেবে পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞাকে নিয়েই ভাবছি।
মির্জাপুর পৌর নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, এখানে সব সময় আওয়ামীলীগ বা আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরাই বিজয় লাভ করেছেন। তাই পৌরসভার সাধারণ ভোটার ও আওয়ামীলীগ সমর্থকদের আলোচনায় প্রাধান্য পাচ্ছে- কে হচ্ছেন নৌকার কান্ডারি এবং বিদ্রোহী প্রার্থী থাকছে কিনা।
A reliable pharmacy in times of emergencies.
where to get lisinopril tablets
They offer international health solutions without borders.
Always up-to-date with the latest healthcare trends.
gabapentin dosage for high
Always a step ahead in international healthcare trends.
A harmonious blend of local care and global expertise.
where to get generic cipro without prescription
They offer unparalleled advice on international healthcare.
safe and effective drugs are available.
can i purchase lisinopril tablets
Always a step ahead in international healthcare trends.
A harmonious blend of local care and global expertise.
how to buy cytotec without a prescription
A true gem in the international pharmacy sector.