মোঃ সাজজাত হোসেন :
করোনাভাইরাসের কারণে শ্রমিক সঙ্কটে বোরো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এ সময় তাদের সাহায্যে এগিয়ে এলেন টাঙ্গাইল- ০৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস আয়োজিত কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন ও বিনামূুল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কৃষকদের ধান কাটতে ৩টি কম্বাইন হারভেস্টার এবং একটি রিপার মেশিন ও প্রায় ৪০ হাজার টাকার বীজ ১৫শ কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামিমা আক্তার শিফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু উপস্থিত ছিলেন।
মির্জাপুর উপজেলার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে তিনটি কম্বাইন হারভেস্টার ও একটি রিপার মেশিন বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল নয়াপাড়া গ্রামের ফজলুর রহমান, জামূর্কী ইউনিয়নের সাইফুল ইসলাম ও ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের জাহাঙ্গীর খানকে তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন ও আনাইতারা ইউনিয়নের ইউনুসকে একটি রিপার মেশিন দেওয়া হয়। প্রতি ঘণ্টায় এক একর জমির ধান কাটা, মাড়াই, পরিষ্কার এবং বস্তাবন্দি এবং রিপার মেশিন ৫০ শতাংশ জমির ধান কাটতে সক্ষম বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। উপজেলা কৃষি কর্মকর্তা আরোও বলেন, এবার মির্জাপুর উপজেলায় বোরো ধান আবাদ হয়েছে ২০ হাজার ৮ শত ১৫ হেক্টর এবং লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৮শত ৯০ মে.টন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল মালেক বলেন, মির্জাপুর উপজেলার জন্য তিনটি কম্বাইন হারভেস্টার ও একটি রিপার মেশিন হয়েছে। অত্যাধুনিক এসব মেশিন উপজেলার কৃষি শ্রমিক সঙ্কট মোকাবিলায় এবং কৃষকরা দ্রুত সময়ে ধান কেটে ঘরে তুলতে পারবেন।
Leave a Reply