মো.সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুরে এনআরবিসি ব্যাংক মির্জাপুর শাখার উদ্ধোধন করা হয়েছে। আজ সোমবার উপজেলা সদরের কলেজ রোডের চিনি খান সুপার মার্কেট (২য় তলায়) দুপুরে ব্যাংকের উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। এনআরবিসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মির্জাপুর শাখার ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, গোড়াই শাখার ব্যবস্থাপক মো. হারুন অর রশিদ রানা, মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল জলিল খান ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আজম সিদ্দিকী প্রমুখ। পরে ফিতা কেটে নতুন শাখার উদ্ধোধন করেন অতিথিবৃন্দ।
Leave a Reply