শাহ্ সৈকত মুন্না, বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “শিখবে শিশু হেসে খেলে শান্তিমুক্ত পরিবেশ পেলে” এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২০ জানুয়ারি) সকালে পৌর সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে খেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহীনুর রহমানসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন খান।
প্রতিযোগিতায় পৌর সদর ও ১৪ টি ইউনিয়ন থেকে ১ম স্থান অর্জনকারী ১৫ জন করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। এতে উপজেলা পর্যায়ে ১৫ জন থেকে শুধুমাত্র ১ম স্থান অর্জনকারী প্রতিযোগী জেলা পর্যায়ে প্রতিযোগিতা করবে বলে জানা গেছে। প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য়স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply