মোঃ মারুফ সিকদার (১৫) নামে একটি ছেলে হারানো গিয়েছে। পিতার নাম মোঃ আজমত সিকদার (৪৫), সাং-শুভুল্লা, থানা- মির্জাপুর, জেলা- টাংগাইল। মির্জাপুর থানা জি.ডি নংঃ ১২২১, তাং- ২৫.০২.২০২০। ছেলেটি ডঃ আয়েশা রাজিয়া খন্দকার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্র। গত, ২৪/০২/২০২০ তরিখ বিকাল ০৪.০০ ঘটিকায় খেলার জন্য বাসা থেকে বের হলে আর ফিরে আসেনি। কোন সহৃদয়বান ব্যক্তি ছেলে টির সন্ধান পেলে ০১৭৪৬৬৮২৩৫২ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।
Leave a Reply