আহমেদ হৃদয় : বৈশ্বিক মহামারী ককরোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে গেছে গোটা বিশ্ব। মরণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশের সকল কর্মক্ষেত্র বন্ধ হয়ে গেছে। কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। জাতীয় শিক্ষক ফোরামের তথ্য বলছে, দেশের প্রায় ৫ লাখ বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়ে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, দেশের বেসরকারি ৫ লাখ শিক্ষক-কর্মচারি মানবেতর জীবন-যাপন করছে। বৈশ্বিক মহামারি করোনার দু:সময়ে প্রতিষ্ঠান প্রদত্ত সুযোগ সুবিধা প্রায় বন্ধ। কারণ প্রতিষ্ঠানের আয়-ইনকামও বন্ধ। এক্ষেত্রে শিক্ষক-কর্মচারিরা অপেক্ষার প্রহর গুণছে কখন বেতন-ভাতার সরকারি অংশ ছাড় হবে? চলছে জুলাই মাস, অথচ এখনো বেতন-ভাতা ছাড়ের কোন খবর নেই।
তিনি বিলেন, এমতাবস্থায় আমরা গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছি। তিনি আরো বলেন, বাজেটের মাস বলে বিলম্ব হবে এ ঠুনকো অজুহাত না দিয়ে শিক্ষা অধিদপ্তরকে ডিজিটাল হওয়ার আহবান জানাচ্ছি। পাশাপাশি করোনার এই মহাদুর্যোগে ঈদুল আযহার পূর্বেই জুলাই মাসের বেতন ও পূর্ণাঙ্গ ঈদ বোনাস দেয়ার জোর দাবি জানাই। এক দেশে শিক্ষাক্ষেত্রে দুই নীতি চলতে পারেনা। সরকারি-বেসরকারি এ বৈষম্য দূর করতে হবে।
Leave a Reply