মির্জাপুর প্রতিদিন ডেস্ক
মিলাও হাতে হাত, মোরা মুহাম্মদ (সঃ) এর উম্মত এই শ্লোগান নিয়ে মির্জাপুরে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ফ্রান্সের পণ্য জাতীয়ভাবে বয়কটের দাবিতে মির্জাপুুর কেন্দ্রিয় জামে মসজিদের সামনে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হাজারো মুসুল্লি অংশ গ্রহণ করে।

মির্জাপুর কেন্দ্রিয় জামে মসজিদের খতিব আলহাজ্ব ড. মোহাম্মদ সালাউদ্দিন আশরাফী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের বক্তব্য ও দোয়া পরিচালনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মির্জাপুর কেন্দ্রিয় জামে মসজিদের সাধারন সম্পাদক ও মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহউদ্দিন আহমেদ, পেশ ইমাম মাওলানা মোহাম্মদ তাওহীদুল ইসলাম তানজীম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সামাজিক সংগঠন মির্জাপুর শান্তি সংঘ এর সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইমরান আসাদ, শহিদুল ইসলাম, মোর্শেদ খান (সবুজ), এবং সেক্রেটারি ডেনটিস্ট মো. মিতুল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের তৌহিদী জনতাসহ হাজারো মুসুল্লি অংশ নেয়।
Leave a Reply