মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার্তদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে মির্জাপুরের নূর এ হানিফা ফাউন্ডেশন ও মির্জাপুর ফিলিং স্টেশন এর যৌথ উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় গ্রামটির ১০০ পরিবারের মধ্যে ত্রান হিসেবে চাল, ডাল, আলু, চিনি, লবন, তেল ও স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী নৌকাযোগে বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে প্রতিষ্ঠান দুইটির পরিচালক এম এ লিটন মিয়া ও মো. ইনামুল হাসান ছাড়াও মো. জাহাঙ্গীর মৃধা ও গয়েজ মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
লিটন মিয়া বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই তাঁর মায়ের নামে গড়া প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দরিদ্রদের সাহায্য করে যাচ্ছেন।
Leave a Reply