নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিলুপ্ত একটি জাতিসত্তার পুনরুদ্ধারকারী। তিনি নব্য বাংলার জনক। বঙ্গবন্ধুকে বলা হয়ে থাকে শতাব্দীর মহানায়ক, আসলে তিনি বহু শতাব্দীর মহানায়ক।’
সোমবার রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে নর্দান বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুক্ত ছিলেন, নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, প্রফেসর নজরুল ইসলাম ও প্রফেসর আনোয়ারুল করিম প্রমুখ।
মন্ত্রী বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, তিনি সাহসিকতার সাথে আজীবন আন্দোলন ও সংগ্রাম করে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সফলতা লাভ করেছেন। একজন মানুষ একটি ইতিহাস সৃষ্টি করতে পারেন, আবার ইতিহাসও তার প্রয়োজনে একজন মানুষের আবির্ভাব ঘটাতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনি একজন মানুষ ইতিহাসের প্রয়োজনে তার আবির্ভাব। আবার তিনি ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করে গেছেন। নতুন ইতিহাস সৃষ্টি করে গেছেন।
নুরুজ্জামান আহমেদ আরও বলেন, ‘বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে মাত্র সাড়ে তিন বছরে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। শিগগিরই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে; জাতির পিতার স্বপ্ন পূরণ হবে।
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.com/de-CH/register?ref=UM6SMJM3
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.