হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটুক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ। শনিবার বেলা সাড়ে ১১টায় সংসদ সদস্য খান আহমেদ শুভ, মির্জাপুর উপজেলা সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সিমান্তের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর পুরাতন বাসস্টান্ডে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মির্জাপুর আসনের এমপি খান আহমেদ শুভ, মীর শরীফ মাহমুদ, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র এডঃ মোশাররফ হোসেন মনি, তাহরিম হোসেন সিমান্ত, যুবলীগের আহবায়ক শামীম আল মামুন , উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ।