নিজস্ব প্রতিবেদক : সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে ‘সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির’ সভা শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। আগামী বোরো মৌসুম পর্যন্ত প্রস্তুতি রয়েছে, সার নিয়ে কোনো সমস্যা হবে না। তারপরও অত্যন্ত সতর্কতার সঙ্গে সার বিতরণ ব্যবস্থা তদারকি ও মনিটরিং করা হবে। যাতে করে কৃষকরা অত্যন্ত সুলভ বাজার মূল্যে প্রয়োজন মতো সার কিনতে পারেন।
এক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয় একসঙ্গে কাজ করা অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে বিগত ১৩ বছরে দেশে সার, বীজসহ কৃষি উপকরণ নিয়ে কোনো সংকট হয়নি। কৃষকরা সহজে, সুলভ দামে পর্যাপ্ত সার পেয়েছেন। এর ফলেই আজ কৃষি উৎপাদনে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে।
কমিটির আহ্বায়ক কৃষিমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কমিটির বিগত সভায় ২০২১-২২ অর্থবছরে রাসায়নিক সারের চাহিদা নির্ধারণ করা হয় প্রায় ৬৭ লাখ মেট্রিক টন।
Closure with a percutaneous device is often recommended for patients with patent foramen ovale PFO, but this intervention may not reduce the risk of recurrent stroke order priligy online usa Eating does lasix raise blood sugar less carbohydrate meals eating much less carbohydrate meals similar to bread, pasta, cereals, potato and fruits could cause a big drop in blood sugar, just like skipping meals If you have a traditional blood sugar level and lack carbohydrates, your blood sugar will naturally drop as most sugar glucose comes from the consumption of carbohydrates With the help of modern medicine and newly introduced at home does lasix raise blood sugar therapies, common medical issues such as blood sugar ranges are now easier to manage than ever The entry to at house remedy and available sources has elevated the ability to self medicate and often check in along with