মির্জাপুর প্রতিদিন ডেস্ক
চায়না বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন
মির্জাপুর প্রতিদিন ডেস্ক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃহত্তর চায়না বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার চায়নার গুয়াংডং প্রভিন্সে এ অনুষ্ঠান হয়।
শেখ মাহবুবুর রশীদের সভাপতিত্বে অন্যদের মধ্যে মো. হাসমত আলী মৃধা জেমস, মো. সাখাওয়াত হোসেন কানন, মো. আসিফ হক রুপু, এস এম আল আমিন, মো. সালাউদ্দিন রিক্তা, মনোয়ার মো. বায়েজিদ, মো. রোমান ও মো. ওয়ালী উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।
সভায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়।