মীর আনোয়ার হোসেন টুটুল :
টাঙ্গাইলের মির্জাপুরে বহুরিয়া ইউনিয়নের নির্বৃত পল্লীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের ৫২ তম বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরন উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিক্তিক দৃষ্টিনন্দন ড্রিস-প্লে প্রদর্শন করা হয়েছে। আজ রবিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ভিক্তিক এ ড্রিস-প্লে প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জাতির জনকের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন, ৫২ ভাষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফা, ৬৯ এর গণঅভ্যথুান, ৭০ এর নির্বাচন, ৭১ এর মুক্তিযুদ্ধের উপর, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের বিভিন্ন গুরুত্বপুর্ন দিক ড্রিস-প্লের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মীর এনায়েত হোসেন মন্টু। উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও শিল্পপতি আলহাজ¦ মো. রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম খোকন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল লতিফ সিকদার ও সাধারন সম্পাদক মো. ইকবাল হোসেন লিটন।
Leave a Reply