মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে সাংসদ মো. একাব্বর হোসেন ও তাঁর স্ত্রী ঝর্ণা হোসেন এর করোনা মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের ইউনিয়ন পাড়া এম জেড কিন্ডার গার্টেন স্কুল মাঠে উপজেলা যুবলীগ নেতা মো. আলমগীর মৃধা এ দোয়ার আয়োজন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আবুল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সিয়াম হোসেন ও নূর এ হনুফা ফাউন্ডেশনের পরিচালক এম এ লিটন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. আলমগীর মৃধা জানান, করোনায় আক্রান্ত হয়ে সাংসদ ঢাকা সিএমএইচে ও তাঁর স্ত্রী ঢাকায় নিজস্ব বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply