মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, গত দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ আমাদের সামাজিক অধিকারটুকওু কেড়ে নিয়েছিলো। ইচ্ছে থাকলেও কারো সাথে মিশতে পারিনি, কারো পাশে দাঁড়াতে পারিনি, বনে-জঙ্গলে ঘুরে বেরিয়েছি, হামলা, মামলার শিকার হয়েছি। এখন সেই পরিস্থিতির অবসান হয়েছে। আপনাদের সামনে আসতে পেরেছি, সুখ দুঃখ ভাগ করার সুযোগটুকু পাচ্ছি। সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অস্বাভাবিক একটি পরিস্থিতির মধ্যদিয়ে দেশের সরকার পরিবর্তন হয়েছে। দেশের রাজনীতি ধ্বংস হয়ে গিয়েছিলো। এখন দেশের যে অবস্থা তাতে জাতীয় সংসদ নির্বাচনই দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। তাই আমরা মনে করি নির্বাচন যত বিলম্বে হবে দেশ তত পিছিয়ে যাবে।
মির্জাপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, মানুষ তার কর্মের মধ্যদিয়ে বেঁচে থাকতে চায়। আমার ধ্যান জ্ঞান রাজনীতি। মানুষের কল্যাণের জন্যই এই পেশা বেছে নিয়েছি। কিন্তু মানুষের মাঝে বেঁচে থাকার জন্য যে কর্ম করা দরকার আমি সেই কর্ম করার সুযোগ এখনো পাইনি। জীবনে একবার এমপি হয়েছি তখন সরকার ছিলো আওয়ামী লীগের। স্বভাবত কারণেই আমার এলাকার মানুষের জন্য কিছু করার সুযোগ আমি পাইনি। ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে সেই সুযোগ পেলে কাজের মাধ্যমে মির্জাপুরবাসীর হৃদয়ে বেঁচে থাকার জন্য কাজ করে যাব।
এসময় মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ অন্যান্যের মধ্যে মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কাদের সিকদার, মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম স্বপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব সিয়াম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।