1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
‘অবৈধ দখলের’ আওয়ামী লীগ অফিসটি এখন বিএনপি’র ! - mirzapurpratidin.com

‘অবৈধ দখলের’ আওয়ামী লীগ অফিসটি এখন বিএনপি’র !

  • আপডেট টাইম : Saturday, October 26, 2024
  • 231 বার

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

বিগত সরকারের আমলে উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে গোড়াই ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হয়। অভিযোগ ছিলো স্কুলের জমি দখল করে অফিসটি করা হয়েছে। এনিয়ে মামলা মোকদ্দমাও চলছিলো। সরকার পতনের পর সেই অফিসটি এখন দখলে নিয়েছে বিএনপির ওখানকার স্থানীয় শাখা।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে সরেজমিন ওই এলাকায় গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দেখা গেছে পূর্বে আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত স্থাপনার সামনে বিএনপির দলীয় সাইনবোর্ড। কার্যালয়ের ভিতরেও বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের ছবি- ব্যানার ।

গোড়াই ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুর মোহাম্মদ বলেন, এখানে আ.লীগের কার্যালয় ছিলো। তারা এখন দলীয় কার্যক্রম বাদ দিয়ে আত্মগোপনে আছে। আমরা এখন জায়গাটি দখলে নিয়েছি। আস্তে আস্তে বিদ্যালয়ের জায়গা ফিরিয়ে দেওয়া হবে।

বিদ্যালয় ঘেঁষে দলীয় কার্যালয় থাকলে তা স্কুলের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করবে বলে স্থানীয়দের অভিমত। এছাড়া অবৈধ দখলে গড়ে উঠা আওয়ামী লীগ কার্যালয় বিএনপির দখল করা নিয়েও হচ্ছে সমালোচনা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা বেগমের সাথে কথা হলে তিনি জানান, তিনি যোগদান করার পর বিদ্যালয়ের জায়গার কোন কাগজপত্র বুঝে পাননি।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শমিষ্ঠা মজুমদার বলেন, এবিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com