1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
শিরোনামঃ

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট টাইম : Sunday, June 28, 2020
  • 1448 বার

মো. জাহাঙ্গীর হোসেন:

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। শনিবার রাত দুইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের পোষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।সকাল পৌনে আটটায় রিপোর্ট পাঠানো পর্যন্ত পুলিশ নিহতদের মরদেহ ট্রাকের আটকে পড়া স্থান থেকে উদ্ধার করতে পারেনি। নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে বগুড়াগামী (বগুড়া-ট-১১-২৩৩৯) ট্রাকটিতে ১৫/২০ টন ওজনের লোহার শীট রয়েছে। রাত দুইটার দিকে ট্রাকটি মহাসড়কের উক্ত স্থানে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারায়।ট্রাকটির সামনের বা পাশের চাকা সড়ক বিভাজকের উপর উঠে যায়। এতে চাকা খুলে অন্যত্র ছিটকে পড়ে। ট্রাকের সামনের অংশসহ দুমড়ে মুচড়ে যায়। এতে চালকের পেছনের আসনে (কেবিন) বসে থাকা যাত্রীদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ ধারণা করছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, চালক পলাতক রয়েছেন। ওই তিনজন ট্রাকের যাত্রী কিংবা শীটের মালিক হতে পারেন। মরদেহ উদ্ধার ও ট্রাক-সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com