খায়রুল করিম পাপন,বিশেষ প্রতিনিধি
অপহরণের ২১ দিন পার হলেও স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। আসামিদের অনেকেই গ্রামে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তাদের ধরছে না বলে অভিযোগ বাদীপক্ষের। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন শিল্পাঞ্চল এলাকায়।
রোববার দুপুরে মির্জাপুর সদরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে এসে এসব অভিযোগ করেন অপহরণের শিকার শিক্ষার্থীর মা ও দাদা।
উপজেলার গোড়াই ইউনিয়নের দশম শ্রেণির শিক্ষার্থী (১৪) প্রতিদিনের মতো গত ১৭ ফ্রেরুয়ারি বিদ্যালয়ে যায়। বিকেলে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন স্বজন। এর মধ্যে একই এলাকার খোকন (২৩) ওই শিক্ষার্থীর সঙ্গে নিজের ছবি ফেসবুকে পোস্ট করেন। খোকন ওই ছাত্রীকে অপহরণ করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ফেসবুকের মাধ্যমে জানতে পেরে মির্জাপুর থানায় মামলা করেন শিক্ষার্থীর দাদা।
অপহরণের ঘটনায় থানায় মামলা করায় ক্ষিপ্ত হয়ে আসামি খোকনের লোকজন ২১ ফেব্রুয়ারি রাতে বাদীপক্ষের ওপর হামলা চালায়। খোকনের ভাই রিপন, প্রকাশ, গোপাল ও শম্ভুসহ পাঁচ-সাতজন মিলে দেশীয় অস্ত্র সহ লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
রোববার মির্জাপুর উপজেলা সদরে কর্মরত গণমাধ্যম কর্মীদের কাছে এসে হতাশা প্রকাশ করে কান্নাকাটি করতে থাকেন ভুক্তভোগীর মা ও দাদা।
অপহরণের শিকার শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার পরিবারে ফিরিয়ে দেয়ার দাবি এবং অপহরণে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বলেন,ঘটনা ঘটেছে শুনেছি আর মামলা হয়েছে পুলিশের দায়িত্ব কিশোরী মেয়েটি উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া।
দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ নূরুন্নবী বলেন,গোপাল নামে এক আসামিকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তার এবং অপহরণের শিকার শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারের চেষ্টা অব্যহাত রয়েছে।
#