মীর আনোয়ার হোসেন টুটুল
নারী শিক্ষা, নারী জাগরণ ও নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় এ বছর স্বাধীনতা পদক পেল এশিয়া খ্যাত শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী নারী প্রতিষ্ঠান ভারতেশ^রী হোমস। গতকাল বৃহস্পতিবার গণ ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক ভারতেশ্বরী হোমসের সাবেক প্রিন্সিপাল একুশে পদক প্রাপ্ত ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর শিক্ষা পরিচালক মিস প্রতিভা মুৎসুদ্দির হাতে এ পদক তুলে দেন। বৃহস্পতিবার কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর পরিচালক ও বেগম রোকেয়া পদক প্রাপ্ত শ্রী মতি সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতেশ্বরী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা জানান, উপ মহাদেশের প্রখ্যাত দানবীর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত দানবীর রণদা প্রসাদ সাহা ১৯৩৮ সালে লৌহজং নদীর কুল ঘেষে মনোরম পরিবেশে বিশাল এলাকা নিয়ে ১৪ জন ছাত্রী নিয়ে প্রথম ভারতেশ^রী হোমস প্রতিষ্ঠা করেন। অনেক চড়াই উৎরাই ও ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে দীর্ঘ দিন চলার পর বর্তমানে এই বিদ্যাপিঠে (১ম শ্রেণী-দ্বাদশ শ্রেণী পর্যন্ত) সম্পুর্ন আবাসিক ছাত্রী সংখ্যা সহস্রাধীক। কঠোর নিয়ম-শৃঙ্খলা, শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক অংশগ্রহনেও ভারতেশ্বরী হোমসের সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পরেছে। পরীক্ষার ফলাফলও সন্তোষ জনক। ১৯৮৭ এবং ১৯৯৫ সালেও ভারতেশ^রী হোমস জাতীয় পুরষ্কার লাভ করে।
এদিকে ২০২০ সালের জন্য সরকার স্বাধীনতা পুরষ্কারের জন্য ৯ টি ক্যাটাগরিতে ৮ জন ব্যক্তি এবং শিক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভারতেশ^রী হোমসকে মনোনীত করা হয়। চলতি বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে পদক দেওয়ার কথা থাকলেও দেশে চলমান করোনা ভাইরাসের কারনে পদক অনুষ্ঠান স্থগিত করা হয়। গতকাল বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক দেওয়া হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে পদক পেয়েছেন-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য পাট প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, প্রয়াত কমান্ডার (অব.) আবদুল রউফ, প্রয়াত মুহাম্মদ আনোয়ার পাশা. আজিজুর রহমান, চিকিৎসায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী, অধ্যাপক ডা. এ. কে. এম এ মুক্তাদিব এবং সংস্কৃতিতে কালিপদ দাস ও ফেরদৌসী মজুমদার।
can i buy priligy in mexico That s 11 data points
In France, the BP incidence previously estimated at 7 new cases million year in 1995 12, increased to 21 buy cytotec tablets