1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
শিরোনামঃ

সূত্র ৮১’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী

  • আপডেট টাইম : Saturday, March 13, 2021
  • 560 বার

মোঃ নাজমুল ইসলাম

বন্ধুতের ভিন্ন মাত্রায় সূত্র ৮১। যারা এই বন্ধুতকে মানুষের সেবায় ছড়িয়ে দিতে চান বিশ্বব্যাপি। রাজশাহী কলেজের ১৯৮১ সালের এইচএসসি তে যে সব শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন তাদের নিয়ে গঠিত সংগঠন সূত্র ৮১। ১৯৮১ তে পড়ালেখার সুবাদে বন্ধুতের সূচনা তাই এই সংগঠনের নাম সূত্র ৮১। শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে সূত্র ৮১ এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সূত্র ৮১ এর বন্ধুদের একাংশ


অনুষ্ঠানের শুরুতেই পৃথিবী থেকে হারিয়ে যাওয়া বন্ধুদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সূত্র ৮১ এর উপদেষ্টা মন্ডলীর সভাপতি প্রফেসর সোয়েব আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সূত্র ৮১ এর প্রেসিডেন্ট অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ কে আজাদ খোকন ও মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজি মাঈনুল ইসলাম।
রাজশাহী কলেজ হতে ১৯৮৩ সালে এইচএসসি পাসের পর কর্ম জীবনে বিভিন্ন জন বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় কর্মব্যস্ত। ২০১২ সাল থেকে সংগঠনটি পুরাতন বন্ধুদেরকে খুঁজতে থাকে এবং একত্রিত করতে থাকে। অবশেষে ৩৩২ জন বন্ধুদের জীবনের তথ্য ও ছবি নিয়ে প্রকাশ করে চমৎকার ডিরেক্টরি এ্যালবাম। অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদেরকে ডিরেক্টরি বিতরণ করা হয় যেন খুব সহজেই পারস্পরিক যোগাযোগ করা যায়। ডিরেক্টরি পেয়ে যেন বন্ধুদের মাঝে আবেগ ও আনন্দ ছড়িয়ে পড়ে।
আজ সারাদিন বন্ধুরা ফিরে গিয়েছিল নিজেদের কলেজ জীবনে। যেখানে হিসাবী জীবন ছিল না। সবাই হারিয়ে গিয়েছিল রঙের মেলায়।
অনুষ্ঠানে গান গেয়েছে বন্ধুরা নিজে এবং তাদের সন্তানেরা। পুরাতন বন্ধুদের পেয়ে জমে ছিল আনন্দ আড্ডা। গোল হয়ে বসে অনেককে দলবেঁধে গানও গাইতে দেখা যাচ্ছিল। তারা বলছিল, এতোদিন পর মনে হচ্ছে আবার কলেজ জীবনটা ফিরে পেয়েছি। আজ কোনো স্মৃতি নেই। সব কিছু যেন জীবন্ত মনে হচ্ছে।
পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ একে অন্যের সহযোগিতার প্রত্যয় নিয়ে দিনান্তে শেষ হয় এ বন্ধু মেলা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com