মো.সাজজাত হোসেন
ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই এই শ্লোগানে সারা দেশে পুঁজা মন্ডপ ও মন্দিরে হামলা, ভাংচুর এবং অগ্নি সংযোগের প্রতিবাদে আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে গণ অনশন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে সকাল নয়টা থেকে দুপুর বারটা পর্যন্ত এ কর্মসুচী পালিত হয়।
সকাল নয়টায় কলেজ রোডের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে গণ অনশন কর্মসুচীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি ও সাবেক পৌর প্রশাসক উত্তম কুমার সেন লালু। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক ও মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস, কাউন্সিলর চন্দনা দে, বাবু রণদা প্রসাদ ঘোষ, প্রমথেস গোষ্মামী সংকর, বাবু স্বপন কুমার মন্ডল প্রমুখ। কর্মসুচীতে বক্তাগন সারা দেশে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ সরকারের নিকট এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানানো হয়।
Leave a Reply