শাহ্ সৈকত মুন্না
টাঙ্গাইলে মির্জাপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানি এলাকায় জমির বিরোধ সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় বাংলা ট্রিবিউন পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি এনায়েত করিম (একে) বিজয়ের ওপর অতর্কিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা, মির্জাপুর। বেলা ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থার অফিসের সামনের অংশে এ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি হয়। কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ মানববন্ধনে যোগ দেয়। অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা সাংবাদিক বিজয়ের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
Leave a Reply