শাহ্ সৈকত মুন্না
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা শাইনিং পারসোনাল এ্যাওয়ার্ড পেয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারজানা রহমান। এশিয়ান হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারজানা রহমানের হাতে এ এ্যাওয়ার্ড তুলে দেন।
মির্জাপুর সরকারী কলেজ সুত্র জানায়, শিক্ষা, চিকিৎসা, জনসেবা, নারী উদ্যোক্তা ও আলোকিত নারীসহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে সারা দেশে গুনীজনদের তালিকা সংগ্রহ করে এশিয়ান হিউম্যান রাইটস ফাইন্ডেশন ও শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ এ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করেন। গত শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেগুন বাগির্চায় কেন্দ্রীয় কচি কাঁচা মিলনায়তনে এ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারন সম্পাদক লায়ন মজিবর রহমান হাওলাদারের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামলীগের সাধারন সম্পাদক নাছিমা ফেরদৌস ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শাহানুর রহমান প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের পর অতিথিবৃন্দ এ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে পুরষ্কার তুলে দেন।
Leave a Reply