স্টাফ রিপোর্টার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় ২৭ আগষ্ট তারিখে ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ (আইপিএইচ) এ প্রেরিত ২০ টি নমুনার মধ্যে ঐ ১০ জন নতুন রোগী সনাক্ত হয়েছে।এলাকাভিত্তিক তথ্য বিশ্লেষন করলে দেখা যায় উপজেলার পৌর সদরের ৩নং ওয়ার্ডের শহীদ মিনার এলাকায় মির্জাপুর সরকারী কলেজের একজন প্রফেসর (৫৩) এবং তার স্ত্রী (৪৯) একই এলাকার (৩৮) বছর বয়সী এক যুবক ও তার স্ত্রী (২৭) এবং তার ভাই (১৫) বছর বয়সী ছাত্র, কুমারজানী ( বাজার অংশের) (২০) বছর বয়সী এক যুবক, সদরের ২ নংওয়ার্ডের পুষ্টকামুরী গ্রামের একজন (৪৯) বছর, এবং ৬ নং ওয়ার্ডের বাইমহাটী (পালপাড়া) গ্রামের (২০) বছর বয়সী এক যুবক আক্রান্ত হয়েছেন। বাকী দুজন উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামের (৩৫) বছর বয়সী ১ যুবক এবং জামুর্কী গ্রামের (৫৩) বছর বয়সী এক প্রাইমারী শিক্ষক।
Leave a Reply