হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
মির্জাপুর পৌরসভার চার হাজার ৬শ ২১টি পরিবারের মাধ্যে বিনামুল্যে ১০ কেজি (ভিজিএফ কার্ড) চাল বিতরণ শুরু হয়েছে। রোববার চাল বিতরণ কর্মসূচী উদ্ধোধন করেন পৌরপ্রশাসক মাসুদুর রহমান । এসময় পৌর বিএনপি’র সভাপতি হযরত আলী মিয়া, সাবেক সদর কাউন্সিলর আলী আজম মিদ্দিকী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, পৌর প্রশাসনিক কর্মকর্তা শরীফুল ইসলাম, হিসাব রক্ষক আবুল হাসনাত, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংবাদিক নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পৌর প্রশাসক মাসুদুর রহমান বলেন, ‘ভিজিএফ কার্ডের ১০ কেজি চালের একটি চালও কম দেয়া হবে না। চাল বিতরণে কোনো রকম দূর্নীতি সহ্য করা হবেনা’। এব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।#