মো. জাহাঙ্গীর হোসেন:
করোনাভাইরাসের প্রভাবে বেকার হয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠির জন্য টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হচ্ছে।মঙ্গলবার থেকে পৌরসভার দুইটি স্পটে এই চাল বিক্রি শুরু হবে। শুধুমাত্র পৌর এলাকার বাসিন্দারা তাদের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে এই চাল কিনতে পারবেন বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্র জানিয়েছেন।
সূত্র জানান, সপ্তাহে তিন দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) পৌর এলাকার জহুর বাড়ি মোড়ে ও থানা রোডে এই চাল বিক্রি করা হবে। ১,২,৭,৮,ও ৯নং ওয়ার্ডের বাসিন্দারা জহুর বাড়ি মোড় থেকে এবং ৩,৪,৫ ও ৬নং ওয়ার্ডের বাসিন্দারা থানা রোডের ডিলার পয়েন্ট থেকে চাল কিনতে পারবেন।একেকটি পরিবার প্রতিদিনি পাঁচ কেজি পর্যন্ত চাল কিনতে পারবেন। প্রতিদিন প্রত্যেক ডিলার এক মেট্রিকটন চাল বিক্রি করবেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক জানিয়েছেন, ১০ কেজি টাকা ধরে ৫কেজি করে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪শ পরিবার প্রতিদিন এই চাল কিনতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
Leave a Reply