মো.সাজজাত হোসেন
আসন্ন উপনির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত গোড়াই দক্ষিন নাজিরপাড়া সাদৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আশরাফ খানের সভাপতিত্বে সভায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও উপজেলা ও জেলা কমিটির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসটির সভাপতি এবং এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ , উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো.মাজহারুল ইসলাম শিপলু, দফতর সম্পাদক মোহাম্মদ জহিরুল হক, আওয়ামীলীগ নেতা মো.সাদেকুর রহমান প্রমুখ।
Leave a Reply