মোঃ নাজমুল ইসলাম
টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল বিকেলে পাকুল্লা এলাকা থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার এসআই মোহাম্মদ মোরাদ হোসেনের নেতৃত্বে পাকুল্যা এলাকায় উত্তরবঙ্গ থেকে গাজীপুরগামী একটি ট্রাক থেকে ২৫০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গাজীপুর জেলার কোনাবাড়ি থানার বাইমাইল গ্রামের সফিকুর রহমানের ছেলে ট্রাক চালক সোহেল রানা (২৪) ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার টংভাঙ্গা গ্রামের আফজাল হোসেনের ছেলে আনিসুর রহমান (২৫)।
মির্জাপুর থানার এসআই মোহাম্মদ মোরাদ হোসেন বলেন, মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে। আটককৃতদের আজ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। ২৫০ বোতল ফেনসিডিল আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
Leave a Reply